দেখুন জনপ্রিয় ইউটিউবার আহসান হাবীব পেয়ার প্রতারনার অভিযোগে গ্রেফতার | Ahsan Habib Pair | ahp tv got Arrested by DB Police
জনপ্রিয় ইউটিউবার ও ইসলামিক ব্যক্তিত্ব আহসান হাবীব পেয়ার কে পুলিশ আজ ঢাকাস্থ তার নিজ বাস ভবন থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এবং জ্বীন ভূত তাড়ানোর নামে তাদের সাথে গোপন সম্পর্কের ভিডিও ধারন করতেন তিনি। আজ ডিবি এর একটি টিম তার বাসা থেকে কম্পিউটার, ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করে। তার কম্পিউটারের মধ্যে বিভিন্ন তরুনীর গোপন সেক্স ভিডিও পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। ইউটিউবে তার নিজস্ব দুটি চ্যানেল রয়েছে। একটি ahp tv নামে, অন্যটি Ahsab habib pair নামে। তিনি এই দুটো চ্যানেলেই ইসলামিক বিভিন্ন বক্তব্য, হামদ, নাত, গজল ও খবর পরিবেশন করতেন।
এদিকে তার গ্রেফতারের খবর ভক্তবৃন্দ বিশ্বাস করতে পারছেন না। তারা এটাও বিশ্বাস করতে পারছেন না, এ ধরনের কাজ তিনি করতে পারেন। কেউ কেউ মনে করছেন তাকে অত্যন্ত পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।
অন্যদিকে, জনপ্রিয় প্রবাসী বাংলাদেশি ও অনলাইন একটিভিস্ট লিটন গাজী তার একটি ভিডিওর মাধ্যমে দাবী করেছেন, আহসান হাবীব পেয়ার অনেক আগে থেকে বিভিন্ন প্রতারনার সাথে জড়িত ছিলেন। কিন্তু তার জনপ্রিয়তার কথা মাথায় রেখে এগুলো প্রকাশ করা হয়নি। তাই তিনি তার কাছে রক্ষিত বিভিন্ন ধরনের প্রতারনার প্রমানাদি যমুনা টেলিভিশনের ক্রাইম প্রোগ্রাম “ইনভেষ্টিগেশন ৩৬০” এর কাছে প্রেরন করেন। এছাড়াও যমুনা টিভি দাবী করেছে, তাদের কাছে প্রতারনার স্বীকার দুই তরুনী, যারা আহসান হাবীব পেয়ারের কাছে লক্ষ লক্ষ টাকা পান তারা অভিযোগ করে। ফলে যমুনা টিভির একটি অনুসন্ধানী দল আহসান হাবীব পেয়ার এর বিভিন্ন কর্মকান্ড অনুসন্ধান করে পুলিশের সহায়তায় তাকে গ্রেফতারে সহযোগীতা করেন।
প্রিয় পাঠক, আপনার কি মনে হয়? আসলেই কি আহসান হাবীব পেয়ার একজন প্রতারক? নাকি সে একজন নিরীহ ব্যক্তি? কমেন্ট করে মতামত জানান।
♥♥ Please Subscribe:
♥ Facebook:
.
♥ Twitter:
.
♥ Instagram:
.
♥ Pinterest:
.
♥ Medium: